ভারতের বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে ৬টি দেশের ২১ জন নবীন মন্ত্রী, সাংসদ, কাউন্সিলার

Video Gallery


ভারতের বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে ৬টি দেশের ২১ জন নবীন মন্ত্রী, সাংসদ, কাউন্সিলার এবং তাঁদের দেশের শাসক দলের তরুণ উচ্চপদস্থ আধিকারিকগণ দিল্লিতে এসেছেন। ‘ভারতীয় গণতন্ত্র: সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের দিকে যাত্রা’ শীর্ষক আলোচনা চক্রে যোগদান করাই ছিল তাঁদের ভারতে আসার উদ্দেশ্য। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলাম এবং স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় গণতন্ত্রের বর্তমান অবস্থা সম্পর্কে বক্তব্য রাখলাম। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীজির আন্তরিক উদ্যোগ, নীতি নির্ধারণে তাঁর একাগ্রতা, তাঁর মহান কর্মশৈলী প্রভৃতির সমন্বয়ে স্বাধীনতার ৭৫ বছরে আজ ভারতীয় গণতন্ত্রের অগ্রগতি যে অন্য মাত্রা পেয়েছে— প্রভৃতি সবকিছুই উঠে এলো আমার বক্তব্যে। বক্তব্যের পর বিদেশের এই প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা, আলোচনা এবং মত বিনিময় হল। এঁরাই ভবিষ্যতে নিজ নিজ দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য বা জনপ্রতিনিধি হবেন। ভারতে এসে, স্বাধীনতার ৭৫ বছরের নতুন ভারত দেখে তাঁদের দারুণ উপলব্ধি হয়েছে— এটা জেনে খুবই আনন্দিত হলাম।