এই দুর্দিনে বাংলার ৬ কোটি মানুষের সাথে ছলনা করছে তৃণমূল সরকার
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

এই দুর্দিনে বাংলার ৬ কোটি মানুষের সাথে ছলনা করছে তৃণমূল সরকার, একমাস হয়ে গেলেও কেন্দ্রের সরকারের দেওয়া অতিরিক্ত ৫কেজি চাল নেয়নি রাজ্য। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রালয়ের যুগ্মসচিব জগন্নাথনের লেখা চিঠিতে পরিষ্কার খাদ্যবন্টনে পশ্চিমবঙ্গ সরকার কি করেছে আর কি করেনি। মুখ্যমন্ত্রী,খাদ্যমন্ত্রীর মিথ্যে অভিযোগ ফাঁস তার প্রমান এই চিঠি, কেন্দ্রের অতিরিক্ত ৫কেজি চাল কেন এখনও পেলনা রাজ্যবাসী?? রাজ্যপাল বারংবার বলা সত্ত্বেও গুরুত্ব দেয়নি সরকার। এরাই আবার মা মাটি মানুষের কথা বলে কি করে ?