প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেছেন,আর তৃণমূলের নেতারা কাটমানির কথা বলছেন। প্রধানমন্ত্রী আবাসযোজনার বাড়ি চাইলে,বাংলার গরিব মহিলাকে তৃণমূলের নেতারা তাদের সাথে রাত কাটানোর কথা বলছে। কোন রাজ্যে বাস করছি আমরা?
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

লকডাউন পালন করতে বলায় মল্লিকপুরে ২৬ শে মার্চ বারুইপুরের BDOকে পেটায় ওরা,
তারপর এতদিন ওই এলাকায় লকডাউন মানা হয়নি।
১২ই মে করোনা আক্রান্ত ধরাপরার পরে পুলিশ এলাকা ঘিরতে গেলে এবার পুলিশের মাথা ফাটানো হলো ….. ওই বিশেষ সম্প্রদায় কি মনে করে লকডাউন সকলের জন্যে নয়??করোনা আক্রান্ত রোগী ধরা পরার পড়েও লকডাউন মানবে না মল্লিকপুরের ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ।