মমতা ব্যানার্জি আগে স্বীকার করুক উনি সম্পূর্ণ ব্যর্থ,
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

মমতা ব্যানার্জি আগে স্বীকার করুক উনি সম্পূর্ণ ব্যর্থ, উনি বাংলার গর্ব নয়-বাংলার কলঙ্ক তারপর দায়িত্ব নেওয়ার প্রশ্ন। উনি আসলে নিজের ব্যর্থতা স্বীকার করেছেন। ওনার সরকারকে কেন বরখাস্ত করা হবে, ওনাকে পশ্চিমবঙ্গের মানুষ বসিয়েছেন,পশ্চিমবঙ্গের মানুষই ওনাকে সরাবে। কারন পশ্চিমবঙ্গের মানুষ এই সঙ্কটসময়ে ওনার অপদার্থতা দেখছেন। তাই, অমিত শাহর নামে ভাওতা বাজি করবেন না,কেন্দ্র সরকার নয় রাজ্যের মানুষই আপনাকে সরাবে।