আম্ফান ঘূর্ণিঝড়ের দেড়মাস পরেও অসংখ্য মানুষ এখনও তাদের ঘর মেরামত করতে পারেনি
- By : Anirban Ganguly
- Category : Video Gallery





আম্ফান ঘূর্ণিঝড়ের দেড়মাস পরেও অসংখ্য মানুষ এখনও তাদের ঘর মেরামত করতে পারেনি, ত্রাণ পায়নি, পয়সা নেই। কিন্তু ত্রাণের টাকা যারা লুট করেছে তাদের আড়াল করতে উনি ভালো মানুষ সাজার ভান করে আবার নাটক শুরু করেছেন। কিন্তু তৃণমূলের উঁচুস্তর থেকে নিচুস্তর উনিই ঠিক করে দেন কত শতাংশ কিভাবে চুরি করতে হবে।



