রাজ্যসরকারের সপ্তাহে ২দিন লকডাউন কি আদৌ কার্যকরী হবে। লকডাউনের উদ্দেশ্য কি সরকারের কাছে পরিষ্কার?
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

Video Gallery
রাজ্যসরকারের সপ্তাহে ২দিন লকডাউন কি আদৌ কার্যকরী হবে। লকডাউনের উদ্দেশ্য কি সরকারের কাছে পরিষ্কার? রাজ্যসরকার প্রথমে বললো কেন্দ্র বলেছে বলে লকডাউন করতে হচ্ছে এখন নিজেই অপরিকল্পিতভাবে লকডাউন করছে। এখনও কেন্দ্রসরকারের নির্দেশ অনুসারে পরিমাণমতো টেস্টিং করছেন না। রাজ্যসরকার গোষ্ঠী সংক্ৰমন হয়েছে বলে হাওয়া। কল্যাণীর হসপিটালে রোগীর বেডের পাশে সংক্রামিত রোগীর মৃতদেহ পরে আছে, সরানোর লোক নেই।