মমতা ব্যানার্জির নির্দেশে বাঙালির গর্বের-ভালোবাসার রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে আক্রমন করলো….
- By : Anirban Ganguly
- Category : Video Gallery





মমতা ব্যানার্জির নির্দেশে বাঙালির গর্বের-ভালোবাসার রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে আক্রমন করলো তৃণমূলের জমি মাফিয়া-দখলদার মস্তান বাহিনী। আক্রান্ত হলো বাঙালির রবীন্দ্রনাথ। স্থানীয় তৃণমূল নেতার উপস্থিতিতে ভাঙচুর চালানো হয়েছে রবীন্দ্রনাথের ঐতিহ্যবাহী ওই প্রতিষ্ঠানে। তছনছ করা হয় জিনিসপত্র। ভেঙে দেওয়া হয় বিশ্বভারতীর একটি অস্থায়ী অফিস, গেটও ভাঙা হয় ।চূড়ান্ত অপমান করলেন দীর্ঘদিনের ঐতিহ্য প্রবেশদ্বার ভেঙে দিয়ে।



