পশ্চিমবঙ্গের বাঙালিদের এই দুরাবস্থা করার পরেও কোন মানবাধিকার কর্মী থেকে মানবাধিকার সংগঠন কেউ….
- By : Anirban Ganguly
- Category : Video Gallery





পশ্চিমবঙ্গের বাঙালিদের এই দুরাবস্থা করার পরেও কোন মানবাধিকার কর্মী থেকে মানবাধিকার সংগঠন কেউ পিসি-ভাইপোর এমন অরাজক সরকারের বিরুদ্ধে মুখ খুলছে না। এই অবস্থা বেশিদিন চলতে পারেনা। প্রতিদিন একাধিক জায়গায় আক্রান্তের ঘটনা ঘটছে। এই সেপ্টেম্বরেই রায়গঞ্জের অনুপ কুমার রায়, কালনার রবিন পাল, গোঘাটের গনেশ রায়,কোচবিহারের সম্বারু বর্মনকে মেরে ফেলা হলো। ইছাপুরের আশুতোষ, ডায়মন্ডহারবারের রাধারানী নস্কর থেকে একাধিক কর্মী আক্রান্ত। রাজ্যে আইন-কানুন বলে কিছু নেই। তৃণমূলের পিসি-ভাইপো থেকে শুরু করে তৃণমূলের সকল নেতাই মানসিক ভারসাম্য হারিয়েছে।



