আজ বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষার জন্যে রাজেশ-তাপসের জীবন উৎসর্গের দিন। আজও বিচার পাওয়ার আশায় তাদের শরীর মাটির তলায় শায়িত। পশ্চিমবঙ্গের বুকে যারা বাংলা ভাষার জন্যে রাজেশ তাপসের জীবন নিলো তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।