পশ্চিমবঙ্গে এবছরে আলু উৎপাদন হয়েছে ১০৫ লক্ষ টন, রাজ্যে বছরে আলু লাগে ৬৫ লক্ষ টন।
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

পশ্চিমবঙ্গে এবছরে আলু উৎপাদন হয়েছে ১০৫ লক্ষ টন, রাজ্যে বছরে আলু লাগে ৬৫ লক্ষ টন। তবু রাজ্যবাসীকে আলু কিনতে হচ্ছে চড়া দামে। যেখানে কৃষক ৮থেকে ১০টাকা কেজি দরে আলু বিক্রি করেছে, সেখানে আলুর বাজারে দাম ৩৫টাকা। করোনা মহামারীতে বাংলার গরিব-মধ্যবিত্ত মানুষ আলু কিনতে পারছেনা। রাজ্যে ফড়েদের রাজ্ চলছে। মুখ্যমন্ত্রী তা সমাধান না করে, মিথ্যে কথা বলছে। তাহলে কি ফড়েদের থেকে টাকা ঘুরপথে পিসি-ভাইপোর কাছে যাচ্ছে?