মুখ্যমন্ত্রী নিজেই নিজের রাজ্যের গণতন্ত্র কে ধ্বংস করেছেন, প্রশাসনকে দলদাস বানিয়েছেন। আর নির্লজ্জ্বের মতো কথায় কথায় উত্তরপ্রদেশ – গুজরাট- আসাম সহ অন্য রাজ্যকে নিয়ে টানাটানি করছে। এরাজ্যে বিরোধী দলের এম.এল.এ-কাউন্সিলার-কর্মী থেকে সাধারণ মানুষ কেউ নিরাপদে নেই।
বোলপুর এর নতুন জেলা সভাপতি এবং তাঁর নতুন সদস্যদের নিয়ে প্রথম সাংগঠনিক বৈঠকে যোগ দিলাম। এবং তারই ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলাম। “২০২১এর নির্বাচনের সময়েও তাকে দেখে মনে হয়নি, তিনি এতো অসুস্থ। দিব্যি মানুষকে ভয় দেখিয়ে, তোলাবাজি করে বেড়াতেন। আজ সিবিআই ডাকতেই অসুস্থ হয়ে পড়লেন!!!”