ছয় মাস কাটমানি না খেয়ে মানুষকে বোকা বানাতে পারলে,
আবার পাঁচ বছর লুটেপুটে খাওয়ার সুযোগ পাবেন …
নয়বছর ধরে লালিত-পালিত,তৃণমূলের কাটমানির সংস্কৃতির অবসান মানুষ ঘটাবেই।
বোলপুর এর নতুন জেলা সভাপতি এবং তাঁর নতুন সদস্যদের নিয়ে প্রথম সাংগঠনিক বৈঠকে যোগ দিলাম। এবং তারই ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলাম। “২০২১এর নির্বাচনের সময়েও তাকে দেখে মনে হয়নি, তিনি এতো অসুস্থ। দিব্যি মানুষকে ভয় দেখিয়ে, তোলাবাজি করে বেড়াতেন। আজ সিবিআই ডাকতেই অসুস্থ হয়ে পড়লেন!!!”