মরিচঝাঁপির অসহায় হিন্দু গুলোকে বাঘ নয়, বামফ্রন্ট সরকারই খেয়েছিলো
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

Video Gallery
বুদ্ধিজীবী, কবি, লেখক, শিল্পী, তথা শান্তিপ্রিয়, ধর্মনিরপেক্ষ, প্রতিবাদী বাঙালি তখন বা এখন চুপ কেন? মিটিং মিছিল প্রতিবাদ আন্দোলন কবিতা গান কোথায় গেল? নাকি বাঙালি হিন্দু বলে সব চুপ? মরিচঝাঁপির অসহায় হিন্দু গুলোকে বাঘ নয়, বামফ্রন্ট সরকারই খেয়েছিলো তাদের। অসহায় মানুষগুলোকে মেরে নিয়ে যাওয়া হয়েছিলো টাইগার প্রজেক্টে, বাঘের খাদ্য হিসেবে। আর বাকীগুলো ফেলে দেওযা হয়েছিলো গভীর সমুদ্রে।