হিটলারকেও ছাপিয়ে গিয়েছেন, বাংলায় নর্দমার রাজনীতি চলছে: Anirban Ganguly

In News

কলকাতা: আইনের শাসন কই? গণতন্ত্র তবে কি শুধুই কাগুজে কথা হয়েই রয়ে যাবে! বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের (Anirban Ganguly) কাছে রীতিমতো চিঠি লিখে সেটাই জানতে চাইলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷

পুরভোটের হাজারও হিংসার মধ্যে হুগলির কোন্নগড়েও ভোটের আগের দিন ঘটেছিল হিংসার ঘটনা৷ যার জেরে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে হুগলির কোন্নগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে৷ নিজের চিঠিতে সেটাই মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরতে চেয়েছেন অনির্বাণবাবু (Anirban Ganguly)৷ বলছেন, ‘‘অমানবিক, পাশবিক অত্যাচার বললেও বোধহয় কম বলা হয়৷ পশুরাও হয়তো পশুদের সঙ্গে এমন ব্যবহার করে না৷ যেটা আমাদের বর্ষীয়ান নেত্রী কৃষ্ণাদির সঙ্গে করা হল৷ মারের চোটে তাঁর দুটো পা ভেঙে গিয়েছে৷ শরীরে হাড়গোড় ভেঙে দিয়েছে৷ একটি হাতে গ্যাংরিং দেখা দিয়েছে৷ আরেকটি হাতও ভাঙা৷ অক্সিজেন চলছে৷ মায়ের তুল্য মানুষকে এমন আক্রমণ৷ ৩০ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত৷’’

প্রশ্ন তুলেছেন, ‘‘তাঁর অপরাধ কি ছিল? তিনি বিজেপি করেন? ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন৷ পরাজয় আটকাতে তাই এভাবে হামলা?’’ খানিক থেমে যোগ করেছেন, ‘‘আমি তৃণমূল নেত্রীর কাছে সেই ছবিটাই তুলে ধরতে চেয়েছি৷ মনে করাতে চেয়েছি, বাম শাসনকালে অত্যাচারে জর্জরিত মমতাকে সহযোগিতা করেছিলেন আডবানীজি৷ বাংলার অপশাসন মুক্তির কথা শুনিয়েছিলেন৷ বলেছিলেন, বদলা নয়, বদল চায়৷ কিন্তু বাস্তবে হচ্ছে টা কি? বিরোধী রাজনীতি করা যাবে না, এই বার্তাটা দিকে দিকে স্পষ্ট করে দিতে এমন অত্যাচার৷ যা হিটলার, স্ট্যালিনের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে৷’’

‘বাংলার পুলিশ শাসকের দলদাস’, অভিযোগের স্বপক্ষে বিজেপির থিঙ্কট্যাঙ্কের দাবি, ‘‘যারা কৃষ্ণাদিকে এভাবে নৃশংসভাবে অত্যাচার করল, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে৷ এক সপ্তাহ পরেও গ্রেফতার হয়নি৷ অভি়যোগ দায়ের হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি৷ উল্টে শাসকদলের স্থানীয় নেতারা বলছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা৷’’

এই প্রসঙ্গেই টেনে এনেছেন বারাণসীর প্রসঙ্গ৷ ‘‘উত্তরপ্রদেশে গিয়ে বড় বড় কথা বলা হচ্ছে৷ অথচ ওনার লজ্জা করে না৷ ক্ষমতা দখলে এতটাই মরিয়া যে বাংলায় রীতিমতো নর্দমার রাজনীতি নামিয়ে এনেছেন৷ যার জেরে বাংলায় শুধু নারী নির্যাতন বেড়েছে তাই নয়, বেড়েছে মহিলাদের ওপর রাজনৈতিক নির্যাতনও৷ তাই দিদির কাছে জানতে চেয়েছি, এর শেষ কোথায়?’’

In News
Tribute to Dr B R Ambedkar: PM Modi lauded for recognizing Pali as classical language

Eminent monks, scholars, and dignitaries praised PM Modi for his commitment to preserving Buddhist teachings and fostering global peace New Delhi, Dec 07: A tribute program was organized at the residence of BJP National General Secretary Tarun Chugh in New Delhi to mark Bharat Ratna Dr. B.R. Ambedkar’s Mahaparinirvan Diwas. The …

In News
ALGA, LBA, others compliment PM for recognizing Pali as Classical Language

A conference on Pali Language and Buddhism was organized by the All Ladakh Gonpa Association (ALGA) here, today which among others was attended by the Chairman/CEC, LAHDC Leh, Tashi Gyalson,. Thuksey Rinpoche graced the occasion as the chief guest. The event was also attended by President, LBA, Chering Dorjey Lakrook; …