আসানসোলের মর্মান্তিক বেদনাদায়ক দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত –

Video Gallery


আসানসোলের মর্মান্তিক বেদনাদায়ক দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত – মর্মাহত এবং সকলেরই উচিত এই সময় সমস্ত রাজনৈতিক মতপার্থক্য ভুলে একসঙ্গে দুর্ঘটনার মোকাবিলা করা, মানুষের পাশে দাঁড়ানো ও তাঁদের সেবা করা | কিন্তু পশ্চিমবঙ্গের কিছু মানুষ এই দুর্ঘটনা নিয়ে ঘৃণ্য রাজনীতি করছেন | পাণ্ডবেশ্বরের একজন বিধায়ক ও ভাইপোর কথা শুনে মনে হচ্ছে, এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা যে ঘটবে সেটা তাঁরা জানতেন | তাহলে এটা কি সত্যিই দুর্ঘটনা? নাকি ঘটানো হয়েছে? আসানসোলের অনুষ্ঠানে এত মানুষের ভিড় দেখে পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনৈতিক অবস্থা, কর্মসংস্থান ও বিনিয়োগের দুরাবস্থা সম্পর্কেও প্রশ্ন উঠছে | আসানসোলের প্রশাসন ও পৌরসভার কাছে অনুষ্ঠান সম্পর্কে আগাম খবর থাকলেও প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা কেনো নেওয়া হয়নি ? কেনো অনুষ্ঠানের আয়োজকদের চিঠির উত্তর প্রশাসনের তরফে দেওয়া হয়নি? অনুষ্ঠান শেষ হওয়ার আগেই পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল কেনো ? প্রশাসন সতর্ক থাকলে এই দুর্ঘটনা কি এড়ানো যেত না? এই বেদনাদায়ক ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে অনুরোধ করবো মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি না করে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার খেয়াল রাখা |

Video Gallery
Dr Anirban Ganguly addressed an event commemorating122nd BirthAnniversary of Dr SyamaPrasadMookerjee

Dr Anirban Ganguly addressed an event commemorating122nd BirthAnniversary of Dr SyamaPrasadMookerjee

Video Gallery
বাবুসোনা চোখের অপারেশন করতে আমেরিকায় যায় আর আর গ্রাম বাংলার মানুষের চিকিৎসা করতে হলে যেতে হয় ভুয়ো সুপার স্পেশালিটি হসপিটালে!

বাবুসোনা চোখের অপারেশন করতে আমেরিকায় যায় আর আর গ্রাম বাংলার মানুষের চিকিৎসা করতে হলে যেতে হয় ভুয়ো সুপার স্পেশালিটি হসপিটালে!

Video Gallery
কৃত্তিবাস, ফুলিয়া, পথসভা!

কৃত্তিবাস, ফুলিয়া, পথসভা!