অবাককাণ্ড সাহিত্যের পিঠস্থান বাংলায় সুকুমার রায়-রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বদলে এখন মমতা…
- By : Anirban Ganguly
- Category : Video Gallery





অবাককাণ্ড সাহিত্যের পিঠস্থান বাংলায় সুকুমার রায়-রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বদলে এখন মমতা বন্দোপাধ্যায় লেখা নিম্ন রুচির, অপাঠ্য কবিতা “এপাং ওপাং ঝপাং / সুর ধরেছে পটাঙ” সরকারি গ্রন্থাগারে স্থান পাচ্ছে।তাবেদার কিছু বুদ্ধিহীন মানুষ তাঁর হয়ে তাবেদারি করছেন। আসলে বাংলার ঐতিহ্য, সুপাঠ্য সাহিত্য , বাংলার মনীষীদের কৃতিত্ব সমস্ত কিছু মানুষের মন থেকে সরিয়ে মুখ্যমন্ত্রী নিজেকে সেই জায়গায় তুলে ধরার ব্যর্থ চেষ্টা করছেন। এমনকি স্কুলের পাঠ্য বই তেও তাঁর লেখা পড়িয়ে ছোটদের মগজ ধোলাই করা হচ্ছে।পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একেবারে বারোটা বাজিয়ে ছেড়েছেন তিনি। এযেন হীরক রাজার দেশের বাস্তব চিত্র।



