অমৃত কালে ভারতের প্রথম শক্তিশালী বাজেট সমগ্র বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে। বর্তমানে ভারত …
- By : Anirban Ganguly
- Category : Video Gallery

অমৃত কালে ভারতের প্রথম শক্তিশালী বাজেট সমগ্র বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে। বর্তমানে ভারত পৃথিবীর পঞ্চম শক্তিশালী অর্থনীতিরূপে উঠে এসেছে। এই বাজেটের অন্যতম লক্ষ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের যুব সম্প্রদায়কে শক্তিশালী করা এবং দেশের প্রতিটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া। দুঃস্থ মানুষের জন্য বাড়ি ও খাদ্যশস্য সরবরাহ সুনিশ্চিত করণ, মাথাপিছু আয় বৃদ্ধি, নগরায়ন, কৃষির আধুনিকীকরণ, পরিকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ, আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, নারী শক্তির বিকাশ, ইত্যাদি বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মহাশয়ের নেতৃত্বাধীন সরকার ভারতবর্ষকে নতুনভাবে গড়ে তোলার শপথ নিয়েছে।