যুবা লেখক সৌহার্দ্য দে স্বাধীনতা সংগ্রামে বাংলার লালপ্রতাপ সিংহ , মিঠুন মুরালি কেরালার কুঞ্জুলি মারাক্কার সম্পর্কে এবং আশিষা চক্রবর্তী নাগাল্যান্ডের রানী মাতা গাইদিনলিউ সম্পর্কে বই প্রকাশ করেছেন।
- By : Anirban Ganguly
- Category : Photo Gallery

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিশেষ উদ্যোগে অকুতোভয় বীর-দেশপ্রেমিক- স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার উদ্দেশ্যে “পিএম যুবা মেন্টরশিপ” প্রকল্প।
যুবা লেখক সৌহার্দ্য দে স্বাধীনতা সংগ্রামে বাংলার লালপ্রতাপ সিংহ , মিঠুন মুরালি কেরালার কুঞ্জুলি মারাক্কার সম্পর্কে এবং আশিষা চক্রবর্তী নাগাল্যান্ডের রানী মাতা গাইদিনলিউ সম্পর্কে বই প্রকাশ করেছেন।
আজ দিল্লী তে Y20 এর বিশেষ অনুষ্ঠানে তাঁদেরকে আমি আন্তরিক স্বাগত জানালাম এবং তাঁরাও আমাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন।
বাঙালি যুবা সৌহার্দ্য দে ও আশিষা চক্রবর্তীর এই কৃতিত্বের জন্য আমরা গর্বিত।