অনির্বাণ গঙ্গোপাধ্যায় রোড শো করলেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে

In News

ট যত এগিয়ে আসছে বিভিন্ন প্রার্থীদের প্রচারের মাত্রা ও তত বাড়ছে। যাদবপুর লোকসভা নির্বাচন সপ্তম দফায অর্থাৎ শেষ দফায় ভোট হবে, তবুও প্রচারে কোন খামতি রাখছেন না কোন দলই। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সকালে টালিগঞ্জ বিধানসভার ঊষা ব্রীজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত রোড শো করতে দেখা গেল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে।

জনগণের উদ্দেশ্যে হাত জড়ো করে ভোট প্রার্থনা করলেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়। প্রার্থীকে পাশে পেয়ে উৎসুক নাগরিকগণ হাত জোড় করে অভিবাদন গ্রহণ করলেন। দুপুর পর্যন্ত চলল রোড শো। মধ্যাহ্নভোজের বিরতির পর পুনরায় সন্ধ্যা ছটা থেকে যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে ব্যান্ড বাজনা সহযোগে পদযাত্রা শুরু হলো, স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং একনিষ্ঠ কর্মীদের সঙ্গে নিয়ে। প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ যাত্রা করার পর তাল-পুকুর এলাকায় জনসংযোগ যাত্রা শেষ হয়।

জনসংযোগের পর তালপুকুর এলাকায় পথসভা হয়। পথসভায় বক্তৃতা রাখতে গিয়ে ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয় বললেন সি পি আই এম এবং কংগ্রেস কাশ্মীরে ৩৭০ ধারা পুনরায় আনতে চায় এটা খুবই দুর্ভাগ্যজন। তারা চায় না ভারতবর্ষে এক নীতি এক আইন হোক। তাই তারা কাশ্মীরকে ৩৭০ ধারা বিলুপ্ত দেখতে চায় না। মোদীজির “সবকা সাথ সবকা বিকাশ” নীতি কে ফলশ্রুত করতে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিপুল ভোটে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। সেই সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যাতে জয়লাভ করে তার জন্য সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করলেন ড অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়। মোদীজির “সবকা সাথ সবকা বিকাশ” নীতি কে অক্ষুন্ন রাখতে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

In News
सिक्किम में एक राष्ट्र एक चुनाव पर सम्मेलन का आयोजन किया गया।

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी का धन्यवाद जिनके नेतृत्व में इस पहल की शुरुआत हुई और आम जनमानस के बीच सार्थक चर्चा हो रही है। https://www.facebook.com/thesikkimtoday/videos/998716488481036/?rdid=bRqwQzWA8aM7AWmt  

In News
“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा !

“पश्चिम बंगाल में चुनाव, ब*म और हतियार बनाने वालों की इंडस्ट्री बन चुकी है !” – Dr. Anirban Ganguly ‘One Nation One Election’ पर Gangtok में चर्चा ! https://www.facebook.com/khabarsamay/videos/1219709386442272/?rdid=0YfUyztuMFO3Q9rx