শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ২০২৪ প্রদান অনুষ্ঠান

In News

বাদকুল্লা, নদীয়া, 10 অক্টোবর 2024: শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ২০২৪ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পল্লিশ্রী সমিতির উদ্যোগে। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদীয়ার জেলা প্রশাসক, যিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ ছাড়াও ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, সমাজসেবী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই ধরনের সম্মাননা সমাজে উৎসাহিত করার পাশাপাশি, দুর্গোৎসবের চেতনাকে উদ্ভাসিত করে। আমরা আশা করি, আগামী দিনে আরো অনেক মানুষ তাদের নৈতিক দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবে।”

শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী এবং সাহিত্যিকরা। তাঁরা বলেন, “দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই অনুষ্ঠান আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার সুযোগ করে দেয়।”

এছাড়াও, অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য এবং নাট্য পরিবেশন করেন।

এভাবে, পল্লিশ্রী সমিতির উদ্যোগে শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ২০২৪ একটি সফল এবং স্মরণীয় অনুষ্ঠান হিসেবে চিহ্নিত হলো।

Source
https://m.dailyhunt.in/news/india/bangla/ek+jhalak-epaper-ekjhalak/shyamaprasad+durgotsab+samman+2024+pradan+anushthan-newsid-n634480335?sm=Y

In News
‘ପାଲି କେବଳ ଏକ ଭାଷା ନୁହେଁ, ଏହା ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ମୂଳ’

ଦ୍ଧଙ୍କ ଚିନ୍ତାଧାରା ଓ ଦର୍ଶନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ପାଲି ଭାଷା ହେଉଛି ମୁଖ୍ୟ ମାଧ୍ୟମ। ଆଧୁନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଏହାକୁ ପ୍ରାସଙ୍ଗିକ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ବର: ମହାବୋଧି ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଓ ଡ. ଶ୍ୟାମା ପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀ ରିସର୍ଚ୍ଚ ଫାଉଣ୍ଡେସନର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଦୁଇଦିନିଆ ଜାତୀୟ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କ ଦ୍ୱାରା ପାଲି, ପ୍ରକୃତି ଓ ଓଡ଼ିଆକୁ ଶାସ୍ତ୍ରୀୟ …

In News
पाली सिर्फ भाषा नहीं,यह बुद्धवचनों को आम जन तक पहुंचाने का माध्यम

राजधानी भुवनेश्वर में महाबोधि सोसायटी ऑफ इंडिया और डॉ श्यामा प्रसाद मुखर्जी रिसर्च फाउंडेशन के संयुक्त तत्वाधान में दो दिवसीय नेशनल कॉन्फ्रेंस का आयोजन किया गया। यह कार्यक्रम पालि प्राकृत और ओड़िआ भाषा को प्रधानमंत्री नरेन्द्र मोदी द्वारा शास्त्रीय भाषा घोषित करने के उपलक्ष्य में आयोजित किया गया था। कार्यक्रम …