গত ১৮ জুলাই, ২০২৫, ভোগরাই, বালাসোরে আমার মাস্টারমশাই, বিখ্যাত লেখক ও চিন্তাবিদ
- By : Dr Anirban Ganguly
- Category : Events, Photo Gallery

গত ১৮ জুলাই, ২০২৫, ভোগরাই, বালাসোরে আমার মাস্টারমশাই, বিখ্যাত লেখক ও চিন্তাবিদ, পদ্মভূষণ ও উৎকল রত্ন শ্রদ্ধেয় শ্রী মনোজ দাস মহাশয় কে মন্মথ নাথ দাস – মনোজ দাস মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয় তাঁকে ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০২০ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন। শিক্ষার্থী ও চিন্তাবিদ দের উপস্থিতিতে একটি আলোচনা সভায় মাতৃ ভাষায় পাঠদান ও ভারতীয় ভাষার উৎকৃষ্টতা বৃদ্ধির ক্ষেত্রে শ্রদ্ধেয় শ্রী মনোজ দাস মহাশয়ের অবদান সম্পর্কে আলোচনা করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এছাড়া তাঁর দাদা বিখ্যাত ঐতিহাসিক শ্রদ্ধেয় শ্রী মন্মথ নাথ দাস মহাশয় সম্পর্কেও আলোচনা করার সুযোগ হয়েছিলো। তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে পুরোনো অনেক কথা মনে পরেগেলো। তাঁকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি।