কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গতবছর জল জীবন মিশন চালু করেছিলেন যাতে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যায়

Video Gallery


কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গতবছর জল জীবন মিশন চালু করেছিলেন যাতে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যায়, দেশের প্রতিটি রাজ্য সরকার Annual Action Plan জমা দিলেও পশ্চিমবঙ্গ সরকার জমা দেয়নি। পশ্চিমবঙ্গে ১.৬৩ কোটি গ্রামীণ বাড়ি আছে ৪১,৩৫৭ গ্রামে।১.৬৩ কোটি গ্রামীণ বাড়ির মধ্যে কেবলমাত্র ২লক্ষ বাড়িতে কল আছে। ২০১৯-২০তে ৩২লক্ষ ২৪ হাজার বাড়িতে কলের সংযোগ দেওয়ার টার্গেট থাকলেও,মা মাটি মানুষের সরকার মাত্র ৪,৭২০টি বাড়িতে কল পৌঁছে দিতে পেরেছে এই সরকার।