সুপরিকল্পিতভাবে ৫ই আগস্ট রামমন্দিরের ভূমিপূজনের দিন পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Video Gallery

সুপরিকল্পিতভাবে ৫ই আগস্ট রামমন্দিরের ভূমিপূজনের দিন পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাধীন ভারতে সোমনাথ মন্দির পুনঃস্থাপনের সময়েও নেহেরু ও বামপন্থীরা বিরোধ করেছিলো আজ রামমন্দিরের আন্দোলনের সময়েও এই কংগ্রেস ও বামপন্থীরা বিরোধ করছে। এদের মেকি ধর্মনিরপেক্ষতা একদিকে তোষণের রাজনীতি করতে শেখায় আর সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আবেগকে তাচ্ছিল্য করতে শেখায়। রামন্দিরে ভূমিপূজনের সাথে সাথে ভারতবর্ষে মেকি ধর্মনিরপেক্ষতার অবসান হবে।