Anirban Ganguly: বিপদ থেকে রক্ষা পাওয়ার নাম সিট

In News

কলকাতা: এরাজ্যে সিট গঠন করা হয় সত্য চাপা দেওয়ার জন্য। তা না হলে পরিবার যখন চাইছে তখন সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ অনির্বাণবাবুর কথায়, ‘‘বাংলার বিপদ থেকে রক্ষা পাওয়ার নাম সিট (স্পেশ্যাল ইনভেসটিগেশন টিম)৷ ’’

‘খাস খবর’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘রাত ১টার সময় পুলিশের উর্দি পরে কয়েকজন এল, একজন বাবার বুকে বন্দুক ঠেকিয়ে আটকে রাখল, বাকিরা গিয়ে ছেলেকে ছাদ থেকে ফেলে দিল৷ আর উনি (মুখ্যমন্ত্রী) দেখাচ্ছেন, উনি কিছু জানেন না? আসলে উনি সবটাই জানেন৷ ভালভাবে জানেন৷ কেন এনকাউন্টার করা হল? আনিসের রাজনৈতিক সম্ভবনা ছিল বলে? শুধু ভোটের জন্য সংখ্যালঘুদের দরকার? বাকি সময় তাদের উঠতে না দেওয়া? আসলে সব সম্প্রদায়কে উনি এভাবেই ব্যবহার করছেন৷’’

প্রশ্ন তুলেছেন, ‘‘এরা কারা? এমন ভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হল কেন? সিট নিরপেক্ষভাবে তদন্ত করবে?’’ জবাবও দিয়েছেন নিজেই, ‘‘অবশ্যই করবে না৷ বরং বিপদে পড়লে সিটকে সামনে রেখে সত্য চাপা দেওয়ার জন্য এসব করা হয়৷’’ তাচ্ছিল্যের সুরে যোগ করেছেন, ‘‘নবান্নে ডেকে ধমকানি হয়৷ মুখ বন্ধ করার চেষ্টা হয়৷ আসলে এখানে এমন একটা তন্ত্র উনি(পড়ুন, মুখ্যমন্ত্রী) তৈরি করেছেন৷ যেটা ভয়, ধমকানি, চমকানের ওপর বেস করা৷ ’’

দাবি তুলেছেন, ‘‘এখনও পর্যন্ত মাননীয়ার জমানায় যে কটা কমিশন এবং সিট তৈরি করা হয়েছে, তার স্ট্যাটাস প্রকাশ করা হোক৷ পরিবার যেখানে দাবি করছে, সেখানে সিবিআই তদন্তে রাজ্যের আপত্তি কেন? এর থেকেই তো স্পষ্ট সিট তদন্তের সঙ্গে জড়িয়ে আছে প্রহসন, বিভ্রান্ত করার চেষ্টা এবং ভোটের রাজনীতি৷’’

In News
যাদবপুর লোকসভা কেন্দ্রে ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের কর্মসূচি

রামনবমী উপলক্ষে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় গতকাল বিকেলে সোনারপুর বিধানসভা কেন্দ্রে এক বিশাল শোভাযাত্রায় অংশ নেন। ডঃ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই শোভাযাত্রায় বিগত সব বছরের তুলনায় অনেক বেশী মানুষ উপস্থিত ছিলেন। বিগত কয়েকবছরে রাজ্যে বঙ্গ বিজেপির সমর্থন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সোনারপুর কেন্দ্রে কিশোর থেকে শুরু করে …

In News
তবে কি টালিগঞ্জও অনির্বানের পাশে ?

Bangla News Dunia , অমিত : গতকাল রাতে যাদবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা এলাকার ১১৪ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লী থেকে একটি জনসম্পর্ক শুরু করে। সেই জনসম্পর্ক মিছিলে অংশগ্রহণ করেন একাধিক বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ। রাস্তার দুই ধারে স্থানীয় জনসাধারণ নিজেদের …

In News
মোদীজির “সবকা সাথ সবকা বিকাশ”, এই মন্ত্রেই প্রচার ঝড় তুলছেন যাদবপুরের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

Bangla News Dunia, অমিত: ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন প্রার্থীদের প্রচারের মাত্রাও তত বাড়ছে। যদিও যাদবপুর লোকসভা নির্বাচন সপ্তম দফায অর্থাৎ শেষ দফায় ভোট হবে, তবুও প্রচারে কোন খামতি রাখছেন না কোন দলই। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সকালে টালিগঞ্জ বিধানসভার ঊষা ব্রীজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত …