আপনাদেরই কিন্তু বলির পাঁঠা করা হচ্ছে, নিচুতলার পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বার্তা অনির্বাণের

In News

সুমন বটব্যাল, কলকাতা: হাওড়ার আমতার পর এবার বীরভূমের রামপুরহাট৷ আনিস কাণ্ডে বিভাগীয় শাস্তির মুখে পড়েছিলেন থানার ওসি৷ রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার অব্যাহতি পরেই ‘ক্লোজ’ করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদ ও ওসি ত্রিদীপ প্রামাণিককে৷ আপাত দৃষ্টিতে দুটি ঘটনার মধ্যে বিস্তর ফারাক থাকলেও যেভাবে আইন শৃঙ্খলার অবনতির কারণে বারে বারে নিচুতলার পুলিশ কর্মীদের শাস্তির মুখে পড়তে হচ্ছে তাতে যারপরনাই ক্ষুব্ধ নিচুতলার পুলিশ কর্মীরাও৷ এবার পুলিশ কর্মীদের অন্দরে ধিকি ধিকি করে বাড়তে থাকা সেই ক্ষোভের আগুনেই ঘৃতাহুতি দিলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা (থিঙ্ক ট্যাঙ্ক) ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷

নিচুতলার পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘বাংলায় আইনের শাসন নেই সেটা আপনারাও বিলকুল জানেন৷ কেন নেই সেটাও আপনাদের অজানা নয়৷ মনে রাখবেন, আপনাদের উর্দিকে ব্যবহার করে আপনাদেরই কিন্তু বারে বারে বলির পাঁঠা করা হচ্ছে৷’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘নিজেদের ইউনিফর্মের দায়িত্ব পালন করুন৷ সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা এবং যেই দোষী হোক তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এলাকাকে ভয় মুক্ত করার দায়িত্ব পালন করুন৷ হ্যাঁ, এই কাজ করতে গিয়ে হয়তো শাসকের চক্ষুশূল হতে হবে৷ তবু বলব, শাস্তি পেতে হলে প্রকৃত ডিউটি করে শাস্তির মুখে পড়ুন৷ সেটা অনেক সম্মানজনক হবে৷’’

নিচুতলার পুলিশ কর্মীদের বারে বারে বলির পাঁঠা কেন করা হবে, তুলেছেন সেই প্রশ্নই৷ নাম না করে আক্রমণ শানিয়েছেন শাসকদলের বীরভূমের ‘শাহেনশা’ অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে৷ অনির্বাণবাবুর কথায়, ‘‘আরে থানার ওসিকে দোষারোপ না করে যিনি এলাকার রাজনৈতিক দায়িত্বে রয়েছেন ক্ষমতা থাকলে সেই নেতাকে আগে শাস্তি দিন৷ যিনি প্রতিনিয়ত এলাকায় উস্কানিমূলক মন্তব্য করছেন, গুন্ডা, মস্তানদের আশ্রয় দিচ্ছেন৷’’ বারে বারে শাস্তির মুখে পড়ে নিরুপায় পুলিশ কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে বলেও দাবি করেছেন৷ পুলিশ কর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘যা চলছে, তাতেনিচুতলার মধ্যে হতাশা বাড়ছে৷ পুলিশ আঘধিকারিকদের ভাবতে হবে, তাঁরা কি ধরণের ভবিষ্যৎ চায়৷ কারণ, তাঁদের এই আচরণে মানুষ ক্ষুব্ধ৷’’

In News
যাদবপুর লোকসভা কেন্দ্রে ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের কর্মসূচি

রামনবমী উপলক্ষে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় গতকাল বিকেলে সোনারপুর বিধানসভা কেন্দ্রে এক বিশাল শোভাযাত্রায় অংশ নেন। ডঃ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই শোভাযাত্রায় বিগত সব বছরের তুলনায় অনেক বেশী মানুষ উপস্থিত ছিলেন। বিগত কয়েকবছরে রাজ্যে বঙ্গ বিজেপির সমর্থন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সোনারপুর কেন্দ্রে কিশোর থেকে শুরু করে …

In News
তবে কি টালিগঞ্জও অনির্বানের পাশে ?

Bangla News Dunia , অমিত : গতকাল রাতে যাদবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা এলাকার ১১৪ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লী থেকে একটি জনসম্পর্ক শুরু করে। সেই জনসম্পর্ক মিছিলে অংশগ্রহণ করেন একাধিক বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ। রাস্তার দুই ধারে স্থানীয় জনসাধারণ নিজেদের …

In News
মোদীজির “সবকা সাথ সবকা বিকাশ”, এই মন্ত্রেই প্রচার ঝড় তুলছেন যাদবপুরের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

Bangla News Dunia, অমিত: ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন প্রার্থীদের প্রচারের মাত্রাও তত বাড়ছে। যদিও যাদবপুর লোকসভা নির্বাচন সপ্তম দফায অর্থাৎ শেষ দফায় ভোট হবে, তবুও প্রচারে কোন খামতি রাখছেন না কোন দলই। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সকালে টালিগঞ্জ বিধানসভার ঊষা ব্রীজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত …