বাংলা ভাগের জন্য আসল দায়ী কে? সৃজনকে যোগ্য জবাব দিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী

In News

ভোটের দামামা বাজতে না বাজতেই টক্কর শুরু হয়ে গেছে শাসক-বিরোধী দলগুলোর।এবার যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সাথে টক্কর নিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।গতকাল রিপ্লাবলিক বাংলার এক সাক্ষাত্‍কারে সৃজন ভট্টাচার্য বলেছেন, ‘ হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার গন্ডগোলের জন্য দায়ী।বাংলা যখন ভাগ হয়নি ব্রিটিশ ভারতে তার জিডিপি সর্ব্বোচ ছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিঠি লেখা আছে ব্রিটিশের কাছে যে “ভারত ভাগ না হলেও হবে, কিন্তু বাংলা ভাগটা ব্যর্থ হতে দেবেন না”।

এই যে বাংলা ভাগ হয়ে গেল তাতে বাংলায় অর্থনীতিতে যে ধাক্কা খেল পরের ৫০-৭০ বছর অবধি আমরা সে গন্ডগোলের মধ্যে থাকব’।এরপরই শুরু হল বড় বিতর্ক। যদিও তাঁর কথা মানতে নারাজ অনির্বাণবাবু ।

এবিষয়ে এক সাক্ষাত্‍কারে বাম প্রার্থীকে পাল্টা কটাক্ষ করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।তিনি বলেন, বামপন্থীরা সারা জীবন শ্যামাপ্রসাদকে ভয় দেখিয়েছে।”পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে”,এই স্লোগান বামপন্থীরা দিয়েছিল।এই স্লোগানের জন্য এরা উদ্বাস্তু কলোনিতে ঢুকতে পারতো না । ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে।১৯৪৬ সালে শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসু প্রথমবার Bengal legislative assembly গেলেন,অনেকের জানা নেই, ওনাকে সমর্থন করেছিলেন সুরাওয়াতের মুসলিম লীগ।১৯৪৬ রেলওয়েমেন্স কলোনি থেকে তিনি দাঁড়ালেন। ওনার বিরুদ্ধে দাঁড়ালেন হুমায়ুন কবীর। হুমায়ুন কবীরকে মুসলিম লীগের লুম্পেনরা কিডন্যাপ করল,১৫ দিন ধরে কিডন্যাপ করে রাখল যাতে জ্যোতিবাবু জিততে পারে।বিধানসভার ভিতরে তারা ভোট দিল বাংলা ভাগের পক্ষে,সেই ভোট কমিউনিস্টরাও দিল, ফরোয়ার্ড ব্লকরাও দিল।কিন্তু বিধানসভার বাইরে তারা স্লোগান দিল বাংলা ভাগ করলো কে? শ্যামাপ্রসাদ আবার কে?

ভিতরে তারা ভোট করল বাংলা ভাগ করার,আর বাইরে শ্যামাপ্রসাদকে দায়ী করল।এমনই বামপন্থীদের দ্বিচারিতা ছিল। অনির্বাণ গঙ্গোপাধ্যায় আরও বললেন,বাম প্রার্থী সৃজন বাবু বললেন উনি (শ্যামাপ্রসাদ মুখার্জী) নাকি চিঠি লিখেছিলেন,যদি লিখে থাকেন তাহলে যেন একবার তার কপি দেখানো হয় তাঁকে।তিনি বলেন, সবাই বুঝেছিল পশ্চিমবঙ্গ যদি গঠন না হয়,তাহলে অবিভক্ত বাংলা চলে যাবে পাকিস্তানে। যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বলা হচ্ছে আউটসাইডার।এই বিষয়ে মুখ খুললেন তিনি ।বলেন, সুগত বসুর থেকে তো তিনি বেশি আউটসাইডার নয়।অনির্বাণ বাবু বলেন,তিনি তো বোলপুর, পন্ডীচেরির।পাশাপাশি তিনি যাদবপুরে PHD করেছেন।ফলে তিনি যাদবপুর খুব ভালো করে চেনেন ও জানেন ।তিনি যদি বহিরাগত হন,তাহলে সুগত বসু কি??প্রশ্ন করলেন বিজেপি প্রার্থী।

In News
যাদবপুর লোকসভা কেন্দ্রে ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের কর্মসূচি

রামনবমী উপলক্ষে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় গতকাল বিকেলে সোনারপুর বিধানসভা কেন্দ্রে এক বিশাল শোভাযাত্রায় অংশ নেন। ডঃ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই শোভাযাত্রায় বিগত সব বছরের তুলনায় অনেক বেশী মানুষ উপস্থিত ছিলেন। বিগত কয়েকবছরে রাজ্যে বঙ্গ বিজেপির সমর্থন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সোনারপুর কেন্দ্রে কিশোর থেকে শুরু করে …

In News
তবে কি টালিগঞ্জও অনির্বানের পাশে ?

Bangla News Dunia , অমিত : গতকাল রাতে যাদবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা এলাকার ১১৪ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লী থেকে একটি জনসম্পর্ক শুরু করে। সেই জনসম্পর্ক মিছিলে অংশগ্রহণ করেন একাধিক বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ। রাস্তার দুই ধারে স্থানীয় জনসাধারণ নিজেদের …

In News
মোদীজির “সবকা সাথ সবকা বিকাশ”, এই মন্ত্রেই প্রচার ঝড় তুলছেন যাদবপুরের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

Bangla News Dunia, অমিত: ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন প্রার্থীদের প্রচারের মাত্রাও তত বাড়ছে। যদিও যাদবপুর লোকসভা নির্বাচন সপ্তম দফায অর্থাৎ শেষ দফায় ভোট হবে, তবুও প্রচারে কোন খামতি রাখছেন না কোন দলই। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সকালে টালিগঞ্জ বিধানসভার ঊষা ব্রীজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত …