বারাইপুরে এস পি অফিসে অবস্থান বিক্ষোভ ও টালিগঞ্জে জনসংযোগ, জোড়া কর্মসূচিতে ডঃ অর্নিবান গঙ্গোপাধ্যায়।

In News

যাদবপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বেজে গেছে ২০২৪ এর লোকসভা ভোটের যুদ্ধের দামামা। প্রায় প্রতিটি দলই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রতিটি দলেরই প্রার্থী তাদের নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরু করে দিয়েছে। বিনা যুদ্ধেএক ইঞ্চি জমিও কেউ ছেড়ে দিতে রাজি নয়। এবার কলকাতার যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে নজর থাকবে সকলের।

এখানে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডঃ অর্নিবান গঙ্গোপাধ্যায়। হাতের তালুর মতন চেনা এই কেন্দ্র এলাকায় তিনি তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রথম দিন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। প্রতিদিনিই তিনি প্রচারে নামছেন বিভিন্ন এলাকায়। আজও যাদপুরে বিজেপি মনোনীত প্রার্থী অর্নিবান বাবু তাঁর প্রচারে ঝড় তুললেন। প্রখর রৌদ্রকে উপেক্ষা করে জোড়া কর্মসূচিতে তিনি নিজেকে সারাদিন ব্যস্ত রাখেন।

আজ তাঁর প্রথম কর্মসূচি শুরু হয় সকাল ৮.৩০টা য়।
বাঁশদ্রোনি বাজার থেকে শুরু করে নেতাজী নগর স্ট্যাচু পর্যন্ত জনসংযোগ (টালিগঞ্জ বিধানসভা 98 নম্বর ওয়ার্ড) করেন। মনুষের উপিস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। মানুষের আবেগ ও উচ্ছাসে ভেসে যান তিনি। শাসক দলের গড় বলে পরিচিত বাঁশদ্রনী বাজার অঞ্চলে বাড়ির মহিলারা বেরিয়ে এসে আশীর্বাদ করলেন বিজেপি র অনির্বাণ বাবুকে। সকল মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন ভোটে জিতলে সকল সমস্যা সমাধানের চেষ্টার।

এরপর তিনি বারাইপুর এস পি – অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হন। ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। সোনারপুর থানা এলাকায় কিছুদিন আগে এক মহিলার নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। আর সেই ঘটনাকে সামনে রেখে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসের সামনে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান তিনি। তাঁর বক্তব্যে শাসক দলের প্রতি তীব্র আক্রোশ ঝড়ে পরে। পশ্চিমবঙ্গের সর্বত্র নারী নির্যাতন – ধর্ষণ – খুন ও মায়ের সম্মানহানির বিরুদ্ধে এবং নারী সুরক্ষার দাবিতে চলে এই অবস্থান বিক্ষোভ। তিনি বলেন, রাজ্যের শাসকদল – এর মদতপুষ্ট সমাজবিরোধী দের দ্বারা সর্বত্র মা – বোনেরা নির্যাতিত হচ্ছেন। রাজ্যের বিভিন্ন অনৈতিক কর্যকলাপের বিরুদ্ধে তিনি সোচ্চার হন। পাশাপাশি, তিনি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। তাঁর আজেকের এই কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।

In News
যাদবপুর লোকসভা কেন্দ্রে ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের কর্মসূচি

রামনবমী উপলক্ষে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় গতকাল বিকেলে সোনারপুর বিধানসভা কেন্দ্রে এক বিশাল শোভাযাত্রায় অংশ নেন। ডঃ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই শোভাযাত্রায় বিগত সব বছরের তুলনায় অনেক বেশী মানুষ উপস্থিত ছিলেন। বিগত কয়েকবছরে রাজ্যে বঙ্গ বিজেপির সমর্থন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সোনারপুর কেন্দ্রে কিশোর থেকে শুরু করে …

In News
তবে কি টালিগঞ্জও অনির্বানের পাশে ?

Bangla News Dunia , অমিত : গতকাল রাতে যাদবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা এলাকার ১১৪ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লী থেকে একটি জনসম্পর্ক শুরু করে। সেই জনসম্পর্ক মিছিলে অংশগ্রহণ করেন একাধিক বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ। রাস্তার দুই ধারে স্থানীয় জনসাধারণ নিজেদের …

In News
মোদীজির “সবকা সাথ সবকা বিকাশ”, এই মন্ত্রেই প্রচার ঝড় তুলছেন যাদবপুরের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

Bangla News Dunia, অমিত: ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন প্রার্থীদের প্রচারের মাত্রাও তত বাড়ছে। যদিও যাদবপুর লোকসভা নির্বাচন সপ্তম দফায অর্থাৎ শেষ দফায় ভোট হবে, তবুও প্রচারে কোন খামতি রাখছেন না কোন দলই। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সকালে টালিগঞ্জ বিধানসভার ঊষা ব্রীজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত …